সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মোংলায় কোস্টগার্ডের অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ২

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৫০৮ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, ১৫ পিস অবৈধ সিরাপ ও দেশীয় অস্ত্রসহ ২ জন মাদক কারবারি ও প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি সাংবাদিকদের এ তথ্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৬ অক্টোবর) রাতে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলাধীন বাইনতলা বাজার সংলগ্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে মাদক কারবারি ও প্রতারক চক্রের মূলহোতা মো. সাহেদ হোসেন (৩০) ও তার সহযোগী ফুজ্জাত আলীকে (৩২) আটক করে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ঝিনাইদহে ফেনসিডিলসহ ২ কারবারি গ্রেফতার

এ অভিযানে ৫০৮ পিস ইয়াবা, ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১৫ পিস অবৈধ সিরাপ, ১টি হ্যান্ডকাফ, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের পোশাক ও আইডি কার্ডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। তারা এসব পোশাক ব্যবহার করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

তিনি আরও বলেন, জব্দ করা মাদক, দেশীয় অস্ত্র ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আলামতসহ বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন