মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে ভারতীয় ফেনসিডিলসহ ২ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে ভারতীয় ফেনসিডিলসহ ২ কারবারি গ্রেফতার

ঝিনাইদহে ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টার সময় ঝিনাইদহ শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার সুলতানপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে শিপন মন্ডল (২৪) ও একই গ্রামের ফরজ মন্ডলের ছেলে মহিবুল (২৩) ।


বিজ্ঞাপন


ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর নাঈম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কতিপয় মাদক বিক্রেতা মাদক কেনাবেচা করছে। এ সময় শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে অভিযান চালিয়ে ১০৩(একশত তিন) বোতল ভারতীয় ফেনসিডিলসহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফ্জত হতে অবৈধ ফেনসিডিল আরও ০৩টি মোবাইল ফোন, নগদ- ১২৭০/-টাকাসহ উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করে মামরা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর