সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধনাগোদা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

জেলা প্রতিনিধি, চাঁদপুর 
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

ধনাগোদা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদী থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ফতেপুর পশ্চিম ইউনিয়নের ট্রলার স্টেশনের কাছে ধনাগোদা নদী থেকে নিহত নারীর মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা চালক নিহত 

নিহত গৃহবধূ ফেরদৌসী আক্তার আন্না (২৫) উপজেলার গাজীপুর গ্রামের মো. ইয়াছিনের স্ত্রী এবং নবুরকান্দি গ্রামের মৃত আব্দুল আউয়াল মেয়ে। 

এ ঘটনায় স্বামী মো. ইয়াসিনকে আটক করেছে পুলিশ। ভাত রান্নায় দেরি হওয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে স্বামীর পরকীয়ার কারণেই এ হত্যাকাণ্ড বলে অভিযোগ নিহতের পরিবারের।

আরও পড়ুন: সাংবাদিক জা‌কিরের মৃত‌্যুবা‌র্ষিকীতে স্মরণসভা


বিজ্ঞাপন


স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার পশ্চিম গাজীপুর গ্রামে মো. শাহ আলমের ছেলে মো. ইয়াসিন ও তার স্ত্রী ফেরদৌসী আক্তার আন্নার মধ্যে ভাত রান্নায় দেরি হওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী মো. ইয়াসিন রাগান্বিত হয়ে স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয় এবং গলাটিপে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। পরবর্তীতে সকালে নদীর পাড়ে লাশ দেখতে পায় স্থানীয়রা। তারা থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খাইরুল কবির এবং আমি-সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মো. ইয়াছিনকে আটক করে কোর্টে পাঠিয়েছি। এ হত্যাকাণ্ডে মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর