ঝালকাঠির নলছিটিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. হৃদয় হাওলাদার (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের জামুরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার হওয়া হৃদয় হাওলাদার ওই এলাকার মো. ফরিদ হাওলাদারের ছেলে।
এজাহার সূত্র জানা গেছে, গত ২৩ অক্টোবর রাত নয়টার দিকে কুশঙ্গল ইউনিয়নের বাসিন্দা ওই কিশোরী তার ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় হৃদয় হাওলাদার তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই কিশোরীর মা নলছিটি থানায় বাদী হয়ে ২৫ অক্টোবর একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে নলছিটি থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
নলছিটি থানার ওসি (তদন্ত) আশ্রাব আলী জানান, কিশোরী ধর্ষণের ঘটনায় এজাহার দায়ের করার পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস