সিরাজগঞ্জে হত্যার চেষ্টা মামলার প্রধান আসামি সাবেক কমিশনার হোসেন আলীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
গতকাল শুক্রবার ঢাকা জেলার শেরে বাংলা নগর থানার রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকার কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। হোসেন আলী সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লার শিল্পী কুদ্দুসের ছেলে এবং সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর।
বিজ্ঞাপন
শনিবার (২৬ অক্টোবর) সকালে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গত ২৭ সেপ্টেম্বর, চক কোবদাসপাড়া গ্রামে হোসেন আলী ও তার সহযোগীরা দেশিয় অস্ত্র নিয়ে মো. আমির হোসেনের ছেলে মো. মেরাজকে (১৮) হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। এ সময় মিরাজের মা শিল্পি খাতুন বাধা দিলে তার ওপরও হামলা চালানো হয় এবং শ্লীলতাহানী করা হয়। পরবর্তীতে মিরাজের মা হত্যার চেষ্টা ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।
র্যাবের অভিযানে হোসেন আলীর সাথে থাকা ২টি মোবাইল ফোনও জব্দ করা হয়। এছাড়া, তিনি গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র জনতার ওপর হামলার মামলার প্রধান আসামি এবং সাবেক এমপি জান্নাত আরা হেনরির প্রধান সন্ত্রাসী ক্যাডার হিসেবে পরিচিত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হোসেন আলী ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গ্রেফতারকৃত আসামিকে সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি

