সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিখোঁজের ৩ দিন পর আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, চট্টগ্রাম (মিরসরাই)
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের ৩ দিন পর আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

মিরসরাইয়ে নিখোঁজের তিন দিন পর আবু তাহের ভূঁইয়া (৫২) নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মান্দারবাড়িয়া এলাকায় - বাড়ি থেকে ২০০ গজ দূরে একটি পাটি বেত ক্ষেত থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মিরসরাই থানা পুলিশ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সাংবাদিক জা‌কিরের মৃত‌্যুবা‌র্ষিকীতে স্মরণসভা

নিহত আবু তাহের ভূঁইয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মান্দারবাড়িয়া এলাকার মৃত মজিবুল হকের ছেলে। তিনি একই ওয়ার্ডের আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশে বের হয়ে আর ঘরে ফেরেননি আবু তাহের। পরবর্তীতে তার স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে বুধবার মিরসরাই থানায় সাধারণ ডায়েরি করেন।

আরও পড়ুন: ধনাগোদা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক


বিজ্ঞাপন


মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আজিজুল হাকিম জানান, জামালের দোকান এলাকা থেকে নিখোঁজ আবু তাহের ভূঁইয়ার লাশ উদ্ধার করা হয়। এরপর ময়নাদতন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় তার ভাই রিদোয়ান বাদী হয়ে লিখিত একটি এজহার দিয়েছেন। সুরতহালে লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর