সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

সুন্দরবনে জেলেদের দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪, ০৭:১৮ পিএম

শেয়ার করুন:

সুন্দরবনে জেলেদের দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ ধরা নিয়ে বাগেরহাটের শরণখোলার দুই দল জেলের  মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) বিকেলে পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের নাংলী টহল ফাঁড়ির অফিস চত্বরে এঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত জেলেরা হলেন- শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের তুহিন কাজী (৩৫), মো. আজিম (২৫), নান্না আকন (৫৮), মো. হুমায়ূন (৪২) ও শহীদুল ইসলাম (৩২)। ওইদিন রাতে আহতদের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

thumbnail_Screenshot_20241024_233148_Facebook

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, নিষেধাজ্ঞার অমান্য করে সুন্দরবনের নদী থেকে জাল জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন হামলার বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর  নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

ঝালকাঠিতে মা ইলিশ রক্ষায় টাস্কফোর্সের অভিযান

হাসপাতালে চিকিৎসাধীন জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে উত্তর রাজাপুর গ্রামের আলী হোসেন ও ধলু বয়াতীসহ একলদ জেলে গোপনে নাংলী টহল ফাঁড়ির নিশানবাড়িয়া খালে জাল পেতে মাছ শিকার করেন। এই খবর জানিয়ে দিলে বনের খাল থেকে সেই জাল জব্দ করেন বনরক্ষীরা। এতে ক্ষীপ্ত হয়ে আলী হোসেন, ধলু ও তাদের সঙ্গী জেলেরা মেরে আহত করেন প্রতিপক্ষের ওই পাঁচ জেলেকে।

thumbnail_Screenshot_20241024_233113_Facebook

শরণখোলা থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, সুন্দরবনে জেলেদের মারামারির ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ও মা ইলিশ রক্ষায় মৎস্য আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে ১৩ অক্টোবর থেকে। নিষেধাজ্ঞা চলাকালে সুন্দরবন, বগোপসাগরসহ দেশের সব নদ-নদী ও উন্মুক্ত জলাশয়ে ইলিশসহ সব ধরণের মৎস্য আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর