বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা সুজন কান্তি আটক

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত পালানোর চেষ্টাকালে সুজন কান্তি দে (৪৪) নামে আলোচিত এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ তাকে আটক করে।


বিজ্ঞাপন


আটক সুজন এস আলম গ্রুপের সিনিয়র ডেলিভারি অফিসার। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর গ্রামের সঞ্জিত কান্তি দের ছেলে।

আরও পড়ুন

জয়পুরহাটে ১৯৫ মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ২

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো. খায়রুল আলম জানান, বিকেলে সুজন কান্তি দে ভারত যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। তার বিরুদ্ধে এস আলম গ্রুপের কর্ণধারকে বিদেশে অর্থপাচারের কাজে সহযোগিতা করার অভিযোগসহ আনোয়ারা থানায় মামলা রয়েছে।

আনোয়ারা থানা পুলিশের রিকুইজিশনের প্রেক্ষিতে সুজনের বহির্গমন রোধ করে তাকে আটক করা হয় বলে জানান ওসি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন