ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত গভীর রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ময়মনসিংহের যুব মহিলা লীগ নেত্রী কারাগারে
আটকরা হলেন - ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাক ফকির, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ ও আলগী ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল মোল্লা।
আরও পড়ুন: সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি গ্রেফতার
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোকসেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা পৌরসভার গজারিয়া এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাজ্জাক ফকির ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ এবং আলগী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি জুয়েল মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের জেলে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ

