নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে কুটি মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার লাহুড়িয়া পশ্চিমপাড়া গ্রামে সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
স্থানীয় ও পরিবারের লোকজন জানান, কুটি মিয়া প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে কুটি মিয়ার ঘাড়ে বিষধর সাপে কামড় দেয়। ইঁদুরের কামড় মনে করে তিনি গুরুত্ব দেননি। কিছুক্ষণ পর যন্ত্রণা শুরু হলে বিছানায় সাপ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এরপরে অসুস্থ কুটি মিয়াকে এলাকার এক ওঝার (কবিরাজ) কাছে নেওয়া হয়। ওঝা ঝাড়ফুঁক দিলেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পর্যাক্রমে আশপাশে এলাকার আরও দুজন ওঝার (কবিরাজ) কাছে নেওয়া হয়।
তবে কয়েক ঘণ্টা ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করায় অবস্থার আরও অবনতি হতে থাকে। এক পর্যায়ে আশঙ্কাজনক অবস্থায় শনিবার সকালে তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাপসাতালের উদ্দেশে রওনা দিলে সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে যাওয়ার পথে তিনি মারা যান।
লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. মঞ্জুরুল আলম (লিটন) মুঠোফনে সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করে বলেন, শনিবার আসর বাদ তার জানাযার নামাজ শেষ লাহুড়িয়া পশ্চিম-পাড়া ঈদগাহ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস