এইচএসসি পরীক্ষায় ফেল করায় সাতক্ষীরার তালায় জ্যোতি দেবনাথ (১৮) নামে এক কলেজছাত্রী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে তালা উপজেলার মাগুরা গ্রামে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জ্যোতি দেবনাথ সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামের অজিত দেবনাথের মেয়ে।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, জ্যোতি এবার তালার মাগুরা আইডিয়াল মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। গত ১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেয়। কিন্তু জ্যোতি এক বিষয়ে ফেল করার কারণে সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরীক্ষায় ফেল করার পর জ্যোতি বাড়িতে কারও সঙ্গে কথা বলতো না, ঠিকমত খাওয়া-দাওয়াও করত না। এ নিয়ে বাড়িতে একটু অশান্তি হয়েছিল।
এ ঘটনার জেরে শুক্রবার বিকেলে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন জ্যোতি। বিকেলে ঘরের দরজা বন্ধ থাকায় বাবা-মার সন্দেহ হলে তারা ঘরের দরজা ভেঙে দেখতে পায় জ্যোতি ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
বিজ্ঞাপন
তালা থানা পলিশ জানায়, কারোর কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাহ করার অনুমতি দেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এসএস