সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ময়মনসিংহের যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

ময়মনসিংহের যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে হামলা এবং বিএনপির অফিস ভাঙচুর মামলায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সভাপতি ইসরাত জাহান তনুকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে মুক্তাগাছা থানা পুলিশ আসামিকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল আদালতে পাঠান। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি গ্রেফতার

এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) মুক্তাগাছা পৌর শহরের থানা গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, নানান বিষয়ে বিতর্কিত ছিলেন যুব মহিলা লীগের নেত্রী ইসরাত জাহান তনু। তার বিরুদ্ধে থানায় ছাত্র-জনতার মিছিলে হামলা এবং বিএনপি অফিস ভাঙচুর মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, বিতর্কিত যুব মহিলা লীগ নেত্রী তনুর আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। এছাড়াও তনুর বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ড, একাধিক বিয়ে, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ রয়েছে।

এদিকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ‍্যুত্থানের পর আত্মগোপনে চলে যায় তনু। এরপর তিনি প্রকাশ‍্যে এলে পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর