মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ঝালকাঠিতে এক ঘণ্টার জন্য উপ-পরিচালক হলেন ফাতিমা

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ০২:৩১ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে এক ঘণ্টার জন্য উপ-পরিচালক হলেন ফাতিমা

ঝালকাঠিতে এক ঘণ্টার জন্য মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালকের দায়িত্ব পালন করলেন ঝালকাঠি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের ১০ শ্রেণির ছাত্রী ফাতিমা আক্তার তাইমিম।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ঝালকাঠি মহিলা অধিদফতরের উপ-পরিচালক দিলরুবা খানমের কাছ থেকে প্রতীকী উপ-পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন ফাতিমা।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হত্যার পর লাশ নিয়ে বসেছিলেন মা

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল-এর ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় এমন ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতীকী দায়িত্ব নিয়ে ফাতিমা বলেন, আমি আজ এত বড় দায়িত্ব পেয়ে খুশি। আমি কোনো দিন ভাবতেও পারিনি যে এত বড় সরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তার চেয়ারে বসব। আমি বড় হয়ে এই স্যারের মতো দেশ ও মানুষের জন্য কাজ করে যাব। 

আরও পড়ুন: জাল টাকা বহনের দায়ে নারীকে ৫ বছরের কারাদণ্ড 


বিজ্ঞাপন


এ সময় মহিলা বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার নাইমুন নাহার, এনসিটিএফ ঝালকাঠি জেলার সভাপতি জান্নাতুল ইসলাম, ইয়েস বাংলাদেশ জেলা ভলান্টিয়ার বীথি শর্মা বনিক, মো. নয়ন তালুকদার ও নির্জন হালদার উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর