বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ঢাকা

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪, ১২:৩৭ পিএম

শেয়ার করুন:

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন ওরফে মাসুদকে (৬০) আটক করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বড় ভাই।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার গাছতলা বাজার থেকে তাকে আটক করে ধর্মপাশা থানা পুলিশ। পরে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ফরিদপুরে শেখ হাসিনার বিচারের দাবিতে বিএনপির সমাবেশ

আটক মোশারফ হোসেন ওরফে মাসুদ ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০-১২ বছর আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে উপজেলার পাইকুরাটি বাজারে অটোরিকসা স্ট্যান্ডে চালকদের কাছ থেকে চাঁদা নিয়েছেন মোশারফ।

এছাড়া সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ, হাওড়ে বোরো ফসল রক্ষা বাঁধের পিআইসি গঠন ছাড়াও নিজ ইউনিয়নের বিভিন্ন কার্যক্রমে তার হস্তক্ষেপ ছিল। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিলেন কলেজ অধ্যক্ষ

আটক মোশারফ হোসেনকে এসব বিষয়ে জিঙ্গেস করা হলে তিনি এসব অনিয়মের সঙ্গে জড়িত নন বলে জানান।

 এ আওয়ামী লীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক জানান, আটক মোশারফ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর