শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

লোহাগড়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মো. হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪, ০৮:১৩ পিএম

শেয়ার করুন:

loading/img

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় লোহাগড়া উপজেলার শিয়রবর হাটের পশ্চিম পাড়ে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্ধোধন করেন উপজেলার শালনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আনিচুর রহমান ধলু।


বিজ্ঞাপন


thumbnail_IMG_20241015_164113

এসময় উপস্থিত ছিলেন- শালনগর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) মো. কামাল হোসেন,  মো. ওবায়দুর রহমান, মো. রুবায়েদ মোল্যা, মো. জিরু মোল্যা, মো. রিজাউল মোল্যা, মো. ডাবলু মোল্যা, মো.জামির শিকদার ও মো. সেলিম শিকদার প্রমুখ।

আরও পড়ুন

জেবি চ্যাম্পিয়নস লিগ: লিভারপুলকে ০-১ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখের জয়

মধুমতি নদীর রামকান্তপুর থেকে শিয়রবর হাট পযর্ন্ত ২ কিলোমিটার নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থোকে আসা ৪টি নৌকা অংশগ্রহণ করে। সারি গান, ঢাক-ঢোলের শব্দ, বাঁশির সুর ও কাঁসা-পিতলের ঘণ্টা বাজানোর ঝংকার এবং হেইয়্যা হেইয়্যা হর্ষধ্বনি নৌকা বাইচ দেখতে আসা দর্শকদের বাড়তি আনন্দ দেয়।


বিজ্ঞাপন


thumbnail_IMG_20241015_161532

মধুমতি নদীর দুই পাড়ে দাঁড়িয়ে, বিভিন্ন গাছপালার ‍ডালে এবং বাসা-বাড়ির ছাদে বসে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষ ও শিশু এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

লোহাগড়া সরকারি আদর্শ কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাসির গাজী বলেন, এই কালারফুল নৌকা বাইচ আমাদের আনন্দ দিয়েছে। এমন বিনোদন সর্বত্র ছড়িয়ে দিতে পারলে যুবসমাজ ক্রীড়া ও সাংস্কৃতির প্রতি আকৃষ্ট হবে। মাদক থেকে মুক্তি পাবে।

thumbnail_IMG_20241015_163717

এ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা জেলার পাশ্ববর্তী মাগুরা, গোপালগঞ্জ, এবং নড়াইলের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার শিশু-কিশোর, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মিলন মেলায় মধুমতি নদীর দুপাড় উৎসবের নগরীতে পরিণত হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর