মিরসরাইে জেবি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ চ্যাম্পিয়নস লিগ মৌসুম চার এর ফাইনাল খেলায় লিভারপুলকে ০-১ গোলে হারিয়ে জয়লাভ করে বায়ার্ন মিউনিখ।
সোমবার (১৪ অক্টোবর) বিকালে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মূলত ফুটবলের দুই জায়ান্ট ক্লাব লিভারপুল ও বায়ার্ন মিউনিখ নামে গঠিত হয় দুই দল।

জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এই লিগে মোট চারটি দলে নিলাম পদ্ধতিতে বিভক্ত হয়ে অংশ নিয়েছেন জেবি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই, ১/২৪ সোসাল মুভমেন্ট অ্যান্ড ইউথ ডেভেলপমেন্টর সভাপতি জামাল উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া, জোরারগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সভাপতি আবু নাছের, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ খান।
এসময় উপস্থিত ছিলেন- জেবি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল আলম ভূঁইয়া, সাইফুল ইসলামসহ জেবি এক্সস্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মেহেদী হাসান বলেন, জেবি উচ্চ বিদ্যালয় উত্তর চট্টগ্রামের সবচেয়ে সেরা একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে প্রতিনিয়ত খেলাধূলাসহ বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। যেটি অন্যান্য প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের জন্য অনুকরণীয়।
সবশেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।
প্রতিনিধি/এসএস

