শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঘন কুয়াশায় সৈয়দপুরে ২ ঘণ্টা বিমান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ২ ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। এ সময়ের মধ্যে অবতরণ করতে পারেনি বাংলাদেশ বিমান ও বেসরকারি কোম্পানির এয়ার অ্যাস্ট্রার দুটি ফ্লাইট।

রোববার (১৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পরে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর বিমান চলাচল স্বাভাবিক হয়।


বিজ্ঞাপন


সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, শিডিউল অনুযায়ী সকাল ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে বাংলাদেশ বিমান ও এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার সূচি ছিল। কিন্তু ভোর রাত থেকে সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটারের কম থাকায় ফ্লাইট দুটি অবতরণ না করে ঢাকায় ফিরে যায়। 

আরও পড়ুন

শিশু ধর্ষণ ও সন্তান প্রসবের মামলার ৪ মাস পর গ্রেফতার ১

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন বলেন, ভোর ৬টায় ঘন কুয়াশায় বিমানবন্দর রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা ছিল ৮০০ মিটার। কিন্তু পরবর্তী সময়ে দৃষ্টিসীমা কমতে থাকে। যা ৮টার দিকে দৃষ্টিসীমা ৩০০ মিটারে নেমে আসে। তবে সকাল ৯টার দিকে দৃষ্টিসীমা বেড়ে ৭০০ মিটারে উন্নীত হয়। 

সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ভোর থেকে ঘন কুয়াশা দেখা দেয় রানওয়েতে। সকাল ৮টার দিকে দৃষ্টিসীমা ৩০০ মিটারের কম থাকায় ফ্লাইট অবতরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বাংলাদেশ বিমান ও এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট দুটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ না করে ঢাকায় ফিরে যায়। পরে কুয়াশা কেটে যাওয়ায় সকাল ১০টার পর বিমান চলাচল স্বাভাবিক হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমএইচএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন