মানিকগঞ্জে সিরাতুন্নবী (হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের ইতিহাস) উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মতলবপুর আদর্শ দাখিল মাদরাসার চত্বরে এ পুরস্কার বিতরণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ফরিদপুরে কুমারী পূজা অনুষ্ঠিত
এ সময় মতলবপুর আদর্শ দাখিল মাদরাসার সভাপতি মুহাম্মদ আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন - ইবনে সিনা ট্রাস্ট-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ জাহিদুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন - আকিজ টেক্সটাইল জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মো. হারেজ উদ্দিন, মাদরাসার এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান এইচ. এম মুহসিনুল ইসলাম, মাদরাসার পরিচালক মো. জাহিদুল ইসলাম প্রমুখ।
সভায় ইসলামী শিক্ষায় সবাইকে জীবন গড়ার ওপর গুরুত্বারোপ করে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন: জামায়াতে ইসলামীর ব্যাপারে যা বললেন ফরিদপুরের হিন্দু নেতারা
বিজ্ঞাপন
কুইজ প্রতিযোগিতায় মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলার মাদরাসাসহ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৬৫ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিনিধি/ এমইউ

