শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

বারহাট্টায় বজ্রপাতে নিহত ১

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

বারহাট্টায় বজ্রপাতে নিহত ১

নেত্রকোনার বারহাট্টা ফিসারির মাছ পাহারা দেওয়ার সময় বজ্রপাতে সেলিম সিদ্দিকী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ ডেমুরা গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত সেলিম সিদ্দিকী দক্ষিণ ডেমুরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে।

আরও পড়ুন: হাতিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু 


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সন্ধ্যায় নিজের ফিসারির মাছ পাহারা দিতে বাড়ি থেকে বের হন সেলিম সিদ্দিকী। ফিসারির কাছে গেলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে ফিসারির পাড়েই লুটিয়ে পড়েন তিনি। বৃষ্টি থামলে আশপাশের লোকজন ফিসারির পাড়ে সেলিমকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বারহাট্টা থানার ওসি মো. কামরুল হাসান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর