শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ 
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ০৭:৪০ পিএম

শেয়ার করুন:

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সোহাগ দাস (১০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: দিনাজপুরে বজ্রপাতে মৃত ১

নিহত কিশোর উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামের সঞ্জিত দাসের ছেলে। 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: হাতিয়ায় বজ্রপাতে ২ জনের মৃত্যু 


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের হাওরে মাছ ধরছিলেন কিশোর সোহাগ দাস। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে আহত হন সোহাগ। এরপর স্থানীয়রা উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘হাওরে মাছ ধরতে গিয়ে এক কিশোর বজ্রপাতে মারা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর