সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ময়মনসিংহে বন্ধ ট্রেন চালুর দাবি স্থানীয়দের

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ 
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে বন্ধ ট্রেন চালুর দাবি স্থানীয়দের

করোনাকালীন সময়ে বন্ধ হওয়া ময়মনসিংহ-ভৈরব বাজার লোকাল ও ঢাকা-ময়মনসিংহগামী ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেন চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা। এ জন্য তারা মানববন্ধনও করেছেন।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে গৌরীপুর জংশন স্টেশনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

মানববন্ধনে উজ্জ্বল চন্দ্র রবিদাস, আব্দুর রাকিব পলাশ, বিশ্বজিৎ কুমার চন্দ, সাইদুর রহমান লিংকন, সুলতান ইসলাম, মীর হোসেন মীরন, আব্দুল কাইয়ুম, সালাহ উদ্দিন মোহাম্মদ সেলিম, সৌমিত্র চন্দ্র দাস, ইসমাঈল হোসেন, আবুল কালাম, মো. সোহেল, মিজানুর রহমান, মো. আলামিন ও মো. রমজান আলী প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

এ কর্মসূচিতে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে বন্ধ সব ট্রেন চালু হলেও অদৃশ্য কারণে ময়মনসিংহ-ভৈরব বাজার লোকাল ও ঢাকা-ময়মনসিংহগামী ঈশাখাঁ এক্সপ্রেসসহ তিনটি ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ জনদুর্ভোগ থেকে রক্ষা পেতে তিনটি ট্রেন ফের চালুর দাবি জানান তারা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর