গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে দ্বীপু চন্দ মহন্ত (১৩) ও গলায় ফাঁস দিয়ে সান মিয়া (২২) নামের দুজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) উপজেলার ফরিদপুর ও জামালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
দ্বীপু চন্দ্র মহন্ত ফরিদপুর ইউনিয়নের মীরপুর (যুগীপাড়া) গ্রামের পন্ডিত চন্দ্র মহন্তের ছেলে ও সান মিয়া জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর (মোংলাবন্দর) গ্রামের ছামছুল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরের দিকে দ্বীপু চন্দ্র বাড়ির ঘরে বৈদ্যুতিক সংযোগ ঠিক করছিল। এরই মধ্যে বিদ্যুতায়িত হলে তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে দ্বীপ চন্দ্রের মৃত্যু হয়।
এ ঘটনার সতত্য নিশ্চিত করেছেন ফরিদপুর ইউপি সদস্য শফিকুল ইসলাম (লাল চান)।
বিজ্ঞাপন
এদিকে, জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুন্নবী আকন্দ স্বজনদের বরাত দিয়ে বলেন, সান মিয়া দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে ঢাকায় অবস্থান করা বাবা-মায়ের কাছ থেকে বুধবার সকালে বাড়িতে ফিরেন। এর কিছুক্ষণ পর তার ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় সান মিয়ার ঝুলন্ত মরদেহ দেখা যায়।
প্রতিনিধি/এসএস

