মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বারহাট্টায় বাস দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

রংপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যানচালকের

নেত্রকোনার বারহাট্টায় বাস দুর্ঘটনায় হাফেজ আশরাফুজ্জামান সিফাত (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকালে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। 


বিজ্ঞাপন


সিফাত বারহাট্টা  উপজেলার সিংধা গ্রামের মনোয়ার হোসেন আলালের ছেলে। সিফাত মোহনগঞ্জ পৌরশহরের ছাওতুল কোরআন ওয়া সুন্নাহ মাদরাসার শিক্ষার্থী ছিল।

এর আগে, মঙ্গলবার রাত ৯টার দিকে বারহাট্টা শহরের গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিক্ষার্থী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  মঙ্গলবার সকালে সিফাত নেত্রকোনা শহরে একটি ইসলামি মাহফিল গিয়েছিল। সন্ধ্যায় বাসে করে ৩০-৪০ জন শিক্ষার্থী মাদরাসায় ফিরছিল। পরে রাত ৯টার দিকে বারহাট্টা শহরের গোপালপুর এলাকায় পৌছলে রাস্তার সংস্কার কাজের জন্য বাসটি জ্যামে পড়ে। এসময় সিফাত বাসের জানালা দিয়ে মাথা বের করে।  এসময় হঠাৎ বাসটি চলা শুরু করলে সিফাতের মাথা বিদ্যুতের ফিলারের সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হয় সিফাত। পরে তাকে উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ছাওতুল কুরান ওয়া সুন্নাহ মাদরাসার মুহতামিম হাফেজ মো. মাসুম বিল্লাহ বলেন, সিফাত হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলো। সে খুবই মেধাবী  শিক্ষার্থী। তার এমন মৃত্যুতে খুবই মর্মাহত হয়েছি।


বিজ্ঞাপন


বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে এ নিয়ে কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর