মিরসরাইয়ে চাঁদা না দেওয়ায় হামলায় সেনা সদস্যসহ আহত হয়েছেন দুই সহোদর।
রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কচুয়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
এই ঘটনায় উভয় পক্ষ মিরসরাই থানায় দুটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
হামলায় আহতরা হলেন- কচুয়া এলাকার হাবিব উল্লাহ মোল্লা বাড়ির নুরুল আলমের ছেলে রাসেদুল আলম (২৭) ও আশরাফুল আলম (২১)।
রাসেদুল আলমের অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বাংলাদেশ সেনাবাহীনির সৈনিক পদে নিয়োজিত রয়েছেন।
লিখিত অভিযোগে আহত আশরাফুল আলম বলেন, পূর্ব শত্রুতা ও চাঁদার জন্য একই এলাকার মো. মামুন হোসেন ও মো. ফারুক হোসেন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কামাল কন্ট্রাক্টরের বাড়ির সামনে আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে আমার বাড়ির কাজ বন্ধ করে দিবে। তখন আমি প্রতিবাদ করলে মামুন ও ফারুকের হাতে থাকা লাঠি, অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। তখন আমাকে বাঁচাতে আমার ভাই রাশেদুল আলম (সেনা সদস্য) এগিয়ে আসলে মো. মামুন তার হাতে থাকা লাঠি দিয়ে হত্যার উদ্দেশে তার মাথায় আঘাত করে। এরপর ফারুক আমার ভাইয়ের শরীরের এলোপাতাড়ি হামলা করে। পরবর্তীতে আমাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তারা যাওয়ার সময় ভয়ভীতি হুমকি দিয়ে বলে যায়, যদি এই ঘটনায় থানায় মামলা করা হয় তাহলে জবাই করে হত্যা করা হবে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজু সিংহ বলেন, সকালবেলা আমি ডিউটিতে ছিলাম না।
মিরসরাই থানার উিউটি অফিসার এসআই ছাইদুর রহমান বলেন, এই ঘটনায় উভয় পক্ষ দুটি পৃথক পৃথক লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস