মুন্সিগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে বাউল গানের আসরে সঙ্ঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে।
এসময় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ৪ জনকে গুরুতর জখম করা হয়। এতে হাতের কবজি বিচ্ছিন্ন হয় নুরুজ্জামান নামের একজনের।
বিজ্ঞাপন
পরে রাতেই স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে জরুরি বিভাগের চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বসতবাড়ির সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় ফজলুল করিমের সঙ্গে বাসেত মিয়ার বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। সেই পূর্ব বিরোধের জেরে ফজলুল করিম ও তার স্বজনরা পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটায়।
এই ঘটনায় আহতরা হলেন- নুরুজ্জামান (৬৫), মুক্তার হোসেন (৩৭), শাকিল (২৩) ও আমিন (১৪)।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পরবর্তীতে আহতদের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিনিধি/এসএস