রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

‘সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টা কর‌ব’

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

‘সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টা কর‌ব’

দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন করে বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র বলেছেন, সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টা কর‌ব।

রোববার (৬ অক্টোবর) সকাল ১১টায় চিনিকলের অতিথি ভবনে শ্রমিক-কর্মচারী, আখচাষি ও সর্বস্তরের ছাত্রজনতার সঙ্গে মতবিনিময় করেন।


বিজ্ঞাপন


এসময় এলাকাবাসীর তাদের প্রাণের দাবি সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুসহ চলমান আন্দোলন এবং চিনিকলের বিভিন্ন সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন।

সবার বক্তব্য শুনে মিলটি পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করার বিষয়ে আশস্ত করেছেন ড. লিপিকা ভদ্র।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় নানা অপরাধে এক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

মত বিনিময় শেষে তিনি বন্ধ সেতাবগঞ্জ চিনিকলের কারখানা পরিদর্শন করেন।


বিজ্ঞাপন


এসময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল হুদা, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালাক আবুল বাশার, জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সফিকুল আলম, সাবেক শ্রমিক নেতা হাবিবুর রহমান দুলাল, আখতার হোসেন, আখচাষি আব্দুল্লাহ আল মামুন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি মো. ফয়সাল মোস্তাক, সেতাবগঞ্জ চিনিকল পুর্নচালনা আন্দোলন পরিষদের আহবায়ক বদরুদ্দোজা বাপান, সদস্য সচিব ইসমাইল হোসেনসহ এলাকার সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর