গ্যাসের মূল্য-তালিকা প্রদর্শন না করা ও দাম বেশি নেওয়া, মেয়াদ মূল্য বিহীন পণ্য বিক্রয় করাসহ নানা অপরাধে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (৬ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত আলমডাঙ্গা বাজার ও আনন্দধাম রোড এলাকায় অভিযান চালিয়ে আড়ত, সার ডিলার, চাউল, ভুসি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করার সময় এ জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
অধিদফতরের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ জানান, অভিযানে মেসার্স উত্তরা ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকিতে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। গ্যাসের মূল্য-তালিকা প্রদর্শন না করা ও দাম বেশি নেয়া, বিভিন্ন কোম্পানির গোখাদ্য ভুসি প্যাকেট খুলে ভেজাল করে ও মেয়াদ উত্তীর্ণ ড্যামেজ ভুসি রোদে শুকিয়ে পুনরায় প্যাকেট করে বিক্রয় করা, মেয়াদ মূল্য বিহীন পণ্য বিক্রয় করাসহ নানা অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার সুশীল কুমার বিশ্বাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪০ ও ৪৫ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদের পুনরায় এগুলো না করার বিষয়ে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা পৌর স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস