বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ঢাকা

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিলেন কলেজ অধ্যক্ষ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিলেন কলেজ অধ্যক্ষ

নড়াইলের লোহাগড়া উপজেলায় আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন উপজেলার নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মোল্যা।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় স্থানীয় একটি ক্লিনিকের অফিস রুমে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য নিহত

নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মোল্যা লোহাগড়া পৌর আওয়ামী লীগের সদস্য ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। পারিবারিক এবং শারীরিক সমস্যার কারণে আওয়ামী লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিলাম। এখন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং এই দলের বিভিন্ন পদ থেকে অব্যাহতি নিলাম।

আরও পড়ুন: গাজীপুরে দাওয়াত দেওয়া নিয়ে সংঘর্ষে ১ ব্যক্তির মৃত্যু


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, এখন থেকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখব।  এ সময় অন্যান্যদের মধ্যে মো. মোশারফ হোসেন মোল্যার ছোট ভাই গোলাম কিবরিয়া মোল্যা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর