বগুড়ার শেরপুরে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও সাতজন।
শনিবার (৫ অক্টোবর) বেলা ৩টায় উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা আলাদী মাঠে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বজ্রপাতে নিহতরা হলেন - জয়লা আলাদী গ্রামের মোলা বক্সের ছেলে ও কল্যাণী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম (১৪) ও চক খানপুর গ্রামের আবু তালেবের ছেলে খানুপর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মোরছালিন (১৩)।
আহতরা হলেন- জয়লা আলাদী গ্রামের আশরাফের ছেলে রাসেল (১০), আকতারের ছেলে মেরাজুল (১১), নুরুল ইসলামের ছেলে রানা (১৮), জহুরুলের ছেলে রুস্তম (১২), সাত্তারের ছেলে সিহাব (১৪), রাকিব (১০) ও কামরুল (১০।
আরও পড়ুন: দিনাজপুরে বজ্রপাতে মৃত ১
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, জয়লা আলদী গ্রামের একটি মাঠে বেশ কিছু কিশোর ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।
উপজেলা স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানান, মৃত অবস্থায় মোরছালিন নামের এক কিশোরকে হাসপাতালে আনা হয়। আহতদের অবস্থা গুরুতর না হওয়ায় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

