সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাটোরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ০৬:১০ পিএম

শেয়ার করুন:

নাটোরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

নাটোরের নলডাঙ্গায় ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

মাধনগর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. ইমদাদুল হক মিলন বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার মো. ইমদাদুল হক বলেন, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেসের ট্রেনের দরজার বাইরে মাথা বের করে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় নাটোর জেলার মাধনগর রেলস্টেশন অতিক্রম করার সময় রেলওয়ে ওভার ব্রিজের পিলারের সঙ্গে মাথায় ধাক্কা লেগে শিশুটি নিচে পড়ে যায়। 

আরও পড়ুন: হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু


বিজ্ঞাপন


এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তবে শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে ব্যবস্থা নিবেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর