শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ঢাকা

জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র গ্রেফতার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৪, ১০:২০ এএম

শেয়ার করুন:

জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২ অক্টোবর) রাত ৯টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: আন্দোলনে নিহত আসিফের কবর জিয়ারত করলেন নতুন ডিসি-এসপি

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যাকাণ্ডে শেখ সেলিমসহ আসামি ১৬১৭


বিজ্ঞাপন


উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এক মাস পর গত ৪ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ওই ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর