সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুয়াডাঙ্গায় এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে ১০ গুণ

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে ১০ গুণ

চুয়াডাঙ্গা জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত একমাসের তুলনায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১০ গুণের বেশি।

বুধবার (২ অক্টোবর) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।


বিজ্ঞাপন


chua

হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত আগস্ট মাসে ৪৬ জন রোগীর রক্ত পরীক্ষা করে ৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন এবং সেপ্টেম্বর মাসে ১৫৬ জন রোগীর রক্ত পরীক্ষা করে ৩১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হন।

সেপ্টেম্বর মাসে ৩১ জনের শনাক্ত হওয়ায় এক মাসে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ১০ গুণের বেশি।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

বর্তমানে সদর হাসপাতালে মেডিসিন বিভাগের পুরুষ ও মহিলা ওয়ার্ডের অন্যান্য রোগীর সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসা করা হচ্ছে। তবে আলাদা ডেঙ্গু ওয়ার্ড এখনও ঘোষণা করা হয়নি।

chuada

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, গত এক মাসের তুলনায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১০ গুণ। এসব রোগীদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা হাসপাতাল থেকে করা হচ্ছে। আক্রান্তদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে ও জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস করা, সঠিক চিকিৎসা নেওয়া এবং সচেতন হওয়া জরুরি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর