চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে ২৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক করেছে যৌথবাহিনী।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে দর্শনার মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও সেনাবাহিনীর একটি দল।
বিজ্ঞাপন

আটকরা ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গা দর্শনার মোহাম্মদপুর গ্রামের আরিফ হোসেনের স্ত্রী চায়না খাতুন (৩৭) ও একই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে রাজা মিয়া (২০)।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে হকপাড়ায় অভিযান পরিচালনা করেন যৌথবাহিনীর সদস্যরা। দর্শনা মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পাড়া থেকে ২৮০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে দর্শনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

