শ্রমিকদের আন্দোলনের মুখে বন্ধ হওয়ার টানা পাঁচ দিন পর খুললো নাটোরের প্রাণ এগ্রো কোম্পানির কারখানা।
বুধবার (২ অক্টোবর) থেকে নাটোর প্রাণ এগ্রো কোম্পানি খোলা থাকবে বলে একটি ঘোষণাপত্রে জানানো হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ
এর আগে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে এ এগ্রো কোম্পানিটি বন্ধ ঘোষণা করা হয়।
আরও পড়ুন: আশুলিয়ায় এখনও বন্ধ ২২ কারখানা
কারখানা খোলার ঘোষণাপত্রে জানানো হয়, প্রাণ এগ্রো লিমিটেডে কর্মরত সব কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ২ অক্টোবর রোজ বুধবার থেকে নুডুলস সেকশন, সুপ অ্যান্ড সিজনিং সেকশন, সস কেচাপ সেকশন, মসলা সেকশন, মাস্টার্ড অয়েল সেকশন, কনফেকশনারি সেকশন (শুধুমাত্র জেনারেল সিফট) এবং প্লাস্টিক সেকশন (আংশিক) এ-১২ সিফটে এবং বি-১২ সিফটে পূর্বের ন্যায় যথারীতি উৎপাদন কার্যক্রম চালু থাকবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ