শিল্পাঞ্চল আশুলিয়ায় শান্ত পরিবেশ ফিরে এসেছে। ২২টি কারখানা ছাড়া বাকি সব কারখানায় পুরোদমে শুরু হয়েছে উৎপাদন। এছাড়া কোথাও কোনো বিক্ষোভ বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন (শিল্প পুলিশ-১-এর) পুলিশ সুপার সারোয়ার আলম।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ময়মনসিংহের এক কারখানায় ৯০ শ্রমিক অসুস্থ
তিনি জানান, 'শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় ১৬টি কারখানা বন্ধ এবং ছয়টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। এর বাইরে শিল্পাঞ্চলের সব কারখানায় স্বাভাবিক উৎপাদন চলছে।
বন্ধ কারখানাগুলোর মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। আশা করি যে আগামী শনিবারের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে।
বিজ্ঞাপন
পাশাপাশি শিল্পাঞ্চলের নিরাপত্তায় সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। চলছে যৌথবাহিনীর টহল।'
প্রতিনিধি/ এমইউ