লক্ষ্মীপুরের আটটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিয়েছেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে তিনি তাদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কাজী ইমরান হোসেন
লক্ষ্মীপুর পৌরসভার ওই আট বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ভলিবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কেরামবোর্ড ও দাবার ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়।
ওই সময় ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দ-উল্লাস প্রকাশ করে খেলাধুলায় মেতে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ আনন্দঘন মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে। এছাড়া ইউএনও আরিফুর রহমানও প্রশংসায় ভাসছেন।
বিজ্ঞাপন
সদর উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান উপজেলার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার পৌরসভার আট প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, প্রত্যেক শিক্ষার্থীর পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন। এতে করে জ্ঞান অর্জনের সঙ্গে সঙ্গে তাদের শরীর-স্বাস্থ্য ভালো থাকবে। একইসাথে শিশুদের স্মার্টফোন আসক্তি কমবে।
প্রতিনিধি/ এমইউ