মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ঢাকা

নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কাজী ইমরান হোসেন

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ এএম

শেয়ার করুন:

নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কাজী ইমরান হোসেন

নড়াইল জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০২৪ এ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কাজী ইমরান হোসেন (হিরো)। তিনি উপজেলার ৬১নম্বর সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এর আগে তিনি লোহাগড়া উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ ফলাফল ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বেরোবির জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের নতুন ডিন ড. এমদাদুল হক

 এবারের যাচাই-বাছাইয়ে লোহাগড়া উপজেলার ৬১নম্বর সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী ইমরান হোসেন (হিরো) নড়াইল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন।

কাজী ইমরান হোসেন (হিরো) নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী তরিকুল ইসলামের বড় ছেলে। পৈত্রিক ভিটা বয়রা হলেও বর্তমানে তারা পরিবারসহ বসবাস করেন উপজেলার দিঘলিয়া গ্রামে।

তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরিতে প্রথম যোগদান করেন ২০১৪ সালে। এর আগে ২০০৩ সালে এসএসসি এবং ২০০৫ সালে এইচএসসিতে সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। এছাড়া ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ইবিতে ভিসির দাবিতে আন্দোলন অব্যাহত

জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় ৬১নম্বর সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রেজাউল ইসলাম বলেন, কাজী ইমরান হোসেন (হিরো) আমাদের স্কুলের গর্বিত শিক্ষক। আমরা তার জন্য গর্বিত। তার সাফল্যে সারোল স্কুলের সহকারী শিক্ষকেরা অভিনন্দন জানিয়েছেন।

প্রধান শিক্ষক আরও বলেন, আমরা আশা করছি যে খুলনা বিভাগের সেরা হয়ে আমাদের আরও একটি আনন্দের সংবাদ এনে দেবেন কাজী ইমরান হোসেন। তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

এ বিষয়ে কাজী ইমরান হোসেন বলেন, এ কৃতিত্ব শুধু আমার একার নয়। এই সাফল্য স্কুলের প্রধান শিক্ষকসহ আমার সব সহকর্মীর। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর