সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

সাদুল্লাপুরে স্কুল ব্যাগে মিলল গাঁজা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ০৯:৫০ পিএম

শেয়ার করুন:

সাদুল্লাপুরে স্কুল ব্যাগে মিলল গাঁজা, গ্রেফতার ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় একটি স্কুল ব্যাগের ভেতর থেকে ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ মোটরসাইকেল জব্দ করেছে র‌্যাব। একইসঙ্গে আনোয়ার হোসেন দুলাল (২৪) ও জিয়াউর রহমান (৪০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার নূর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার মাদক কারবারি আনোয়ার হোসেন দুলাল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট ইউনিয়নের কুরুষা-ফেরুষা গ্রামের আফজাল হোসেনের ছেলে ও জিউয়ার রহমান রংপৃরের পীরগাছা উপজেলার সাদ্দারগাঁ ইউনিয়নের জগজীবন গ্রামের মৃত শাহার আলীর ছেলে।

আরও পড়ুন

বিদেশি মদ, মুদ্রা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরের দিকে সিপিসি-০৩, র‌্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় সাদুল্লাপুরের জামালপুর ইউনিয়নের হামিন্দপুর (কৈপাড়া) এলাকার সাদুল্লাপুর-নলডাঙ্গা পাকা রাস্তার ওপর আনোয়ার হোসেন দুলালের পিঠে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করা হয়। এতে ব্যাগটির ভেতর থেকে ৬ কেজি ৪০০ গ্রাম শুকনা গাঁজাসহ মাদক বহনের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া এই মাদকের সঙ্গে জড়িত আনোয়ার হোসেন দুলাল ও জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার নূর আলম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আসামিদের এ থানায় হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর