শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ঢাকা

বিদেশি মদ, মুদ্রা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

বিদেশি মদ, মুদ্রা ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

বিপুল পরিমাণ বিদেশি মদ, মুদ্রা ও দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ শোয়েব। রাজধানীর উত্তরা এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মদ, স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


ডিএমপি জানায়, উত্তর পূর্ব থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে সেনাবাহিনীর সহায়তায় ৬নং সেক্টরের ঈশাখাঁ অ্যাভিনিউর একটি বাসায় যৌথ অভিযান চালিয়ে ২৮ লিটার ৩৮০ মি: লি বিদেশি মদ, পাথরসহ ১৩৬৭ গ্রাম স্বর্ণ, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা ও দেশীcয় অস্ত্র-ছুরি উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ শোয়েব নামে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শোয়েবের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা করা হয়েছে।

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর