সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাগুরার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, ​মাগুরা
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

মাগুরার বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে তিন চাকার ইজিবাইক, থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস চলাচল বন্ধ রেখেছে মাগুরা বাস মালিক সমিতি মোটর শ্রমিক ইউনিয়ন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়। বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।


বিজ্ঞাপন


জেলা বাস মালিক সমিতির নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে মাগুরা বুনাগাতি, শ্রীপুর, নড়াইল ও মোহাম্মদপুর সড়কে থ্রি-হুইলার তিন চাকার যান চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। তারই ধারাবাহিকতায় চার উপজেলা বিভিন্ন অভ্যন্তরীণ রুটে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন

অবৈধভাবে ভারতে যাওয়ার পথে সাতক্ষীরা সীমান্তে তিনজন আটক

বাস মালিক হোসেন আলী বলেন, দীর্ঘদিন ধরে তিন চাকার যান ও বাস চলাচলের নিষেধাজ্ঞা দাবি করছিলেন বাস মালিক সমিতি। সড়কে ইজিবাক, থ্রি-হুইলার বেশি চলাচল করায় তারা বিভিন্ন স্থান থেকে যাত্রী উঠা নামানোর কারণে বাসের যাত্রী কমে যাচ্ছে। যে কারণে বাস মালিক শ্রমিকরা লোকসানের মুখে পড়েছে।

Magura-2


বিজ্ঞাপন


মাগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদ হোসেন বলেন, দীর্ঘদিন অভ্যন্তরীণ রোডগুলোতে থ্রি-হুইলার তিন চাকার যান চলাচল করছে বেপরোয়াভাবে। এতে বাস মালিক শ্রমিকরা ব্যবসায় চরমভাবে হুমকির মুখে পড়েছে। তারা শ্রমিকদের মজুরিসহ গাড়ির ডেমারেজি তুলতে পারছেন না। বাসে যাত্রী না থাকায় দিন দিন লোকসানের মুখে পড়ছেন বাস মালিক শ্রমিকরা। যে কারণে মাগুরা জেলার সব অভ্যন্তরীণ আঞ্চলিক সড়কগুলোতে বাস চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, এ সব রুটে নিয়মিত বাস চলাচল করলে যাত্রীদের মাঝে স্বাভাবিকতা ফিরে আসবে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি কামনা করেন তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর