গাইবান্ধার সাদুল্লাপুরে দুলহান নামের বিষাক্ত তরল পদার্থ পান করে মোসলেমা বেগম (২৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
মোসলেমা বেগম সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের হামিদ মিয়ার স্ত্রী ও মোজাম্মেল হকের মেয়ে।
আরও পড়ুন
স্বজনরা জানান, বেশ কয়েকদিন ধরে ভ্যানচালক স্বামী হামিদ মিয়ার সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মোসলেমা বেগমের পারিবারিক কলহ চলছিল। এরই অভিমানে রোববার সন্ধ্যায় ঘরে খাকা দুলহান (চুল কালোর ওষুধ) পান করেন। এরপর রাতের দিকে অসুস্থ হলে মোসলেমাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় গৃহধূর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ইয়াসিন আলী বলেন, দুলহান পান করে মোসলেমা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এমন ঘটনা খুবই দুঃজনক।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

