মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বগুড়ায় মুদি দোকানিকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় মুদি দোকানিকে গলা কেটে হত্যা

বগুড়ার কাহালুতে এক মুদি দোকানিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার(২৯ সেপ্টেম্বর)  রাতে কাহালু উপজেলার লহরা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


বিজ্ঞাপন


নিহতের নাম আব্দুল বাছেদ (৬০)। তিনি ওই এলাকার মৃত বসারাতুউল্লাহর ছেলে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, রোববার রাত ৯টার দিকে খাওয়া দাওয়া শেষ করে নিজ বাড়ির সামনেই রাস্তার পাশে তার মুদি দোকানে মধ্যে ঘুমিয়ে পড়েন আব্দুল বাছেদ। রাতে দুর্বৃত্তরা দোকানের মধ্যে ঢুকে বাছেদকে গলা কেটে হত্যা করে। এছাড়াও বাছেদের গলায় রশি দিয়ে পেচিয়ে এবং দুই পায়ের রগ কেটে দেয় তারা। পরে সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ জড়িতদের ধরতে কাজ শুরু করেছে।

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর