রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

নদীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নীলফামারী 
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

নদীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদীতে তিন বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসা ছাত্র শাহিন আলমের (১৬) মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের চান্দিয়ার ব্রিজের ঘাটে তিন বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। পরে দুপুর দেড়টার দিকে তার মরদেহ পাওয়া যায়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গাংনীতে পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যু

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

শাহিন আলম সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের তেলিপাড়ার আবু তালেবের ছেলে এবং স্থানীয় পোড়ারহাট সিদ্দিকীয়া আলিম মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: বরিশালে ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু


বিজ্ঞাপন


শাহিনের প্রতিবেশী আজাহার আলী বলেন, তিন বন্ধুর সঙ্গে সকাল ১০টার দিকে বাড়ির পাশে খড়খড়িয়া নদীতে গোসল করতে যায় শাহিন। গোসলের একপর্যায়ে বন্যায় প্লাবিত খরস্রোতা নদীতে ডুবে যায় তারা। অন্যরা পাড়ে উঠতে পারলেও নিখোঁজ হয় শাহিন। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও রংপুরের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ঘটনাস্থল থেকে নদীর ভাটির দিকে ১০০ গজ দূরে নিখোঁজ শাহিনের মরদেহ পাওয়া যায়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর