রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

গাংনীতে পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ পিএম

শেয়ার করুন:

গাংনীতে পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফাতেমা খাতুন (১২) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: নাটোরে বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মৃত ফাতেমা খাতুন করমদি পশ্চিমপাড়ার প্রবাসী ইমারুল ইসলামের মেয়ে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: তোফাজ্জেল হত্যার বিচার চেয়ে বরিশালে বিক্ষোভ


বিজ্ঞাপন


স্থানীয় করমদি গ্রামের সাইফ হোসেন জানান, শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসী ইমারুল ইসলামের মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী ফাতেমা খাতুন এলাকার হযরত মাস্টারের পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে করমদি গ্রামের সন্ধানী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকার লোকজনের ধারণা - ফাতেমা খাতুন সাঁতার না জানার কারণেই পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, পানিতে ডুবে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর