মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

স্পেনের তৈরি পিস্তলসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, বরিশাল 
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

বরিশালের উজিরপুর উপজেলা থেকে স্পেনের তৈরি পিস্তলসহ যুবক তুষার মাহমুদকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-৮।

রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পূর্বধামুরা গ্রামের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


র‌্যাব-৮ এর মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আসামির বিরুদ্ধে উজিরপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার তুষার মাহমুদ উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের আব্দুল জলিল বালীর ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

র‌্যাব জানায়, সন্ত্রাসী কাজের উদ্দেশে ঢাকা থেকে অস্ত্র নিয়ে নিজ বাড়িতে তুষার অবস্থান করছিলেন। এমন খবরে তার বাসায় অভিযান চালিয়ে স্পেনের তৈরি ৪.৫ ক্যালিবার পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়। পরে উজিরপুর থানা পুলিশের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


তার বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন