শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

চট্টগ্রামে ছেনি বাবুলের আস্তানায় নৌবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img

চট্টগ্রামের সন্দ্বীপে চিহ্নিত মাদক কারবারি বাবুল ওরফে ছেনি বাবুলের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার রহমতপুরের ৯ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে এসময় পালিয়ে যায় মাদক কারবারি ছেনি বাবুল।


বিজ্ঞাপন


নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

এক কেজি গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহলের অংশ হিসেবে ছেনি বাবুলের আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ।

এসময় ছেনি বাবুলের সহযোগী মো. সোহাগ, মো. মিল্লাদ ও মামুনকে আটক করা হয়। একই সময়ে তাদের কাছ থেকে ১টি রিভলবার ও ২টি পাইরোটেকনিকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


পরবর্তীতে জব্দ করা মাদক ও অস্ত্রসহ আটক তিন সন্ত্রাসীকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। ছেনি বাবুলের বিরুদ্ধে সন্দ্বীপ থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন

দিনাজপুরে ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

চিহ্নিত মাদক কারবারি ছেনি বাবুল ও তার অনুসারীরা দীর্ঘদিন সন্দ্বীপের বিভিন্নস্থানে মাদক কারবার করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত রয়েছে নৌবাহিনী। সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর