মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এক কেজি গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

এক কেজি গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

এক কেজি গাঁজা ও ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে রংপুর জেলা ডিবি পুলিশ। এসময় মাদকবহনের জন্য ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন।


বিজ্ঞাপন


আরও পড়ুন

শিশুকে ধর্ষণের পর হত্যা, মুরগির খামারের কর্মচারী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রংপুর জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গংগাচড়ার ৫ নম্বর লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী গ্রামের আরিফ হোসেনের হার্ডওয়্যার দোকানের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সিএনজি আটক করে তল্লাশি চালায়। এসময় সিএনজিতে পেছনের সিটে বসা যাত্রীবেশী মাদক কারবারি বিশ্ব নাথ রায়ের হাতে থাকা কফি কালারের ট্রাভেল ব্যাগের ভেতরে লাল রংয়ের পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে বিশ্বনাথ রায়কে আটক করা হয়। আটক বিশ্বনাথ লালমনিরহাট জেলার হাতিবান্ধার উত্তর গোতামারী এলাকার সুকুমার রায়ের ছেলে।

thumbnail_madok_1_(2)

অপর এক অভিযানে একই ইউনিয়নের পূর্ব মহিপুর তিস্তা ব্রিজের দক্ষিণ পাশে নাহার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে কাকিনা থেকে আসা টিভিএস মোটরসাইকেল আটক করা হয়। পরে মোটরসাইকেলের সিটের নিচে পুরাতন খবরের কাগজ দ্বারা মোড়ানো ৫০০ পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় আরিফুল ইসলাম ও হিমেলকে (২৭) আটক করা হয়।


বিজ্ঞাপন


thumbnail_madok_1_(1)

আটক আরিফুল ইসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর থানার জগনাথপুর এলাকার আজহার আলীর ছেলে।

দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে গংগাচড়া থানায় পৃথকভাবে দুটি মামলা দায়ের করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর