রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

নাটোরে বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২১ পিএম

শেয়ার করুন:

নাটোরে বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নাটোরের লালপুরে বিষধর সাপের কামড়ে আয়েশা খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রামে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: লক্ষ্মীপুরে সাপের ছোবলে গৃহবধূ হাসপাতালে

মৃত আশেয়া খাতুন লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রাম এলাকার জাকির হোসেনের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাংসারিক কাজকর্ম শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন গৃহবধূ আয়েশা। এরপর গভীর রাতে তার পায়ে বিষধর সাপ কামড় দিলে তিনি ঘুম থেকে জেগে উঠে চিৎকার শুরু করেন। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে ওই গৃহবধূর মৃত্যু হয়। 

আরও পড়ুন: শিয়ালের কামড়ে ২৫ জন আহত 


বিজ্ঞাপন


৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য একরামুল ইসলাম বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করে বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় মাঝগ্রাম এলাকার জাকিরের স্ত্রীকে সাপে কামড় দেয়। পরে রাজশাহীতে নেওয়ার পর তার মৃত্যু হয়। মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।  

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর