গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের (রেজি নং- রাজ ১০৭) ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আশরাফুল আলম বাদশা ও সাধারণ সম্পাদক পদে গৌতম কুমার চক্রবর্তী বিশুসহ অন্যান্য পদে ১৭ জন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ৪৬ ঘণ্টা পর লঞ্চ চলাচল শুরু
এর আগে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাজনে ১৭টি পদের বিপরীতে ৫৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত অন্যান্যরা হলেন - কার্যকরী সভাপতি ময়নুল হক, সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ ও রওশন মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম রহমান শামীম, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, সড়ক সম্পাদক আতিকুর রহমান ও অহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফুল আলম ফরিদ, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক বাবুল আহমেদ, কার্যকরী সদস্য মুরাদ মিয়া, সজিব মিয়া, আবু তাহের ও মুক্তার হোসেন।
আরও পড়ুন: জয়পুরহাট শহরে তীব্র যানজট: চরম ভোগান্তি
বিজ্ঞাপন
এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাদরুল আলম বলেন, পাঁচ হাজার ৬৫০ জন ভোটারের মধ্যে পাঁচ হাজার ১২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জন সহকারী নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন।
প্রতিনিধি/ এমইউ