মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিশুকে ধর্ষণের পর হত্যা, মুরগির খামারের কর্মচারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

শিশুকে ধর্ষণের পর হত্যা, মুরগির খামারের কর্মচারী গ্রেফতার

গাজীপুরে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার সবুজ মিয়া নামে মুরগির খামারের কর্মচারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর সহকারী পরিচালক মাহফুজুর রহমান।


বিজ্ঞাপন


গ্রেফতার সবুজ মিয়া সুনামগঞ্জের কুড়িহাটিয়া গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে।

তিনি গাজীপুর সদর থানার ২১ নম্বর ওয়ার্ড পশ্চিম বাউপাড়া খোলারটেক এলাকায় আশরাফুল আলমের বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।
র‌্যাব কর্মকর্তা বলেন, গত ২৬ সেপ্টেম্বর ৫টা ২০ মিনিটে জিএমপি গাজীপুর সদর থানাধীন ২১ নম্বর ওয়ার্ড পশ্চিম বাউপাড়া খোলারটেক এলাকায় স্থানীয় ইয়াম ইয়াস পোল্ট্রি ফার্মের কর্মচারী সবুজ মিয়া একই বাসার ভিকটিম আছিয়া খাতুনকে (৫) বিস্কুট খাওয়ার প্রলোভন দেখিয়ে পাশের রুমে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম ধর্ষণের কথা প্রকাশ করতে চাইলে আসামি সবুজ মিয়া  

আরও পড়ুন

মৌলভীবাজারে বিবাহ সংক্রান্ত সালিশ বৈঠকে নিহত ১

ভিকটিমকে শ্বাসরোধে হত্যা করে ঘরের তোষকের নিচে লুকিয়ে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার দিনই  গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে যে, ওই ঘটনার প্রধান আসামি সবুজ মিয়া গাজীপুর মহানগরীর সদর থানাধীন পশ্চিম বাউপাড়া খোলারটেক এলাকায় অবস্থান করছে।


বিজ্ঞাপন


পরে রাতে সেখানে অভিযান চালিয়ে  স্থানীয় শহিদুলের মুদির দোকানের সামনে থেকে আসামি সবুজ মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে আইনি ব্যবস্থা নেওয়ার  জন্য জিএমপির সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর